মেসিদের দলে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন সুয়ারেজ

0
120

মেজর লিগ সকারে লিওনেল মেসির সঙ্গে লুইস সুয়ারেজ জুটি বাঁধতে পারেন বলে গুঞ্জন ছড়িয়েছিল। তবে সেই গুঞ্জনকে পাত্তাই দিলেন না উরুগুয়ের ফরোয়ার্ড সুয়ারেজ। বার্সেলোনায় মেসির সাবেক এই সতীর্থ সরাসরি বললেন, ইন্টার মায়ামিতে তার যোগ দেওয়ার সম্ভবনা নেই কোনো।

‘এটা পুরোপুরিই মিথ্যা, এখন এটা অসম্ভব।’- উরুগুয়ের পত্রিকা এল অবজারভাদরকে এভাবেই বলেছেন ৩৬ বছর বয়সী সুয়ারেজ।

২০১৪ সালে লিভারপুল ছেড়ে বার্সেলোনায় নাম লেখান সুয়ারেজ। এরপর ৬ বছর মেসির সঙ্গে আক্রমণভাগে জুটি বেঁধে খেলেছেন। দুজনের মধ্যে মাঠ ও মাঠের বাইরে গড়ে উঠেছিল দারুণ সম্পর্ক। এক সঙ্গে তারা কালাতান ক্লাবকে উপহার দিয়েছেন দারুণ সব সাফল্য।

২০২০ সালে বার্সেলোনা ছাড়তে হয়েছিল সুয়ারেজকে। সেই সময়ের কোচ রোনাল্ড কোম্যানের গুডবুকে না থাকার খেসারত দিতে হয়েছিল তাকে। তবে বার্সেলোনা ছেড়ে আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়ে ওই মৌসুমেই লা লিগা জয়ের স্বাদ পান উরুগুয়ের এই ফরোয়ার্ড।

দুই মৌসুম আতলেতিকোয় খেলার পর উরুগুয়ের ক্লাব ন্যাসিওনাল হয়ে এখন ব্রাজিলের গ্রেমিওতে খেলছেন সুয়ারেজ। আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি তার। সুয়ারেজ বলছেন, ‘গ্রেমিওতে আমি খুবই খুশি আছি এবং এখানে ২০২৪ পর্যন্ত চুক্তি আমার।’