পলাশবাড়ীতে ভূমি আইন লংঙ্ঘণ করায় অর্থদন্ড

0
199

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে অর্থ দন্ড প্রদান করেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম ফয়েজ উদ্দিন।

৬ মে বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার বরিশাল ইউনিয়নের বুড়ির বাজার, রায়পাড়া বাসুদেবপুর ও রামপুরে অবৈধ ভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ মোতাবেক ৪ লাখ বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন তিনি।

উল্লেখ্য, আবাদী জমি গুলো হতে ধান কর্তনের পর হতে উপজেলার মহদীপুর ইউনিয়নের ইছানই বিল,বরিশালের রামপুর,বাসুদেবপুর,বুড়ির বাজার, হোসেনপুর ইউনিয়নের কিশামত চেরেঙ্গা,কিশোর গাড়ীর ইউনিয়নের মর্চ্চ ও করতোয়া নদী পারের জমি গুলো হতে মাটি কর্তন চলমান রেখে ইটভাটা ও মালিক স্থানীয় মাটি খেকো চক্র। ভূমি আইন লংঙ্ঘণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করার দাবী উপজেলার সর্বস্তরের মানুষের৷