তলিয়ে গেছে দক্ষিণ ইউক্রেন, রাশিয়ার বিরুদ্ধে বাঁধ ধ্বংসের অভিযোগ

0
103

দিনিপ্রো নদীতে ভেঙ্গে যাওয়া বাঁধের পানিতে তলিয়ে গেছে দক্ষিণ ইউক্রেন। হাজার হাজার গ্রামবাসী বন্যার কবলে পড়ে এলাকা ছেড়ে অন্যত্র পাড়ি জমাচ্ছেন।

স্থানীয় প্রশাসন বলছে, বাঁধ ভাঙ্গার ফলে ৮০টি গ্রাম ও শহরে নতুন মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।

নোভা কাখোভা বাঁধের ভেঙ্গে যাওয়া অংশ দিয়ে প্রচুর পরিমাণে পানি প্রবেশ করছে ইউক্রেনের খেরসন রাজ্যে। পানি প্রবেশের গতি এতো বেশি যে বাঁধের নিকটবর্তী বহু ঘর স্রোতে ভেসে গেছে।

সময়ের সঙ্গে সঙ্গে বাঁধ সংলগ্ন এলাকায় পানির উচ্চতাও বেড়ে চলেছে।

এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করেছে খেরসন কর্তৃপক্ষ। জনসাধারণকে অন্যত্র সরিয়ে নিতে দ্রুত অভিযান পরিচালনা করা হবে বলেও ঘোষণা দেয়া হয়েছে।

ইউক্রেনের অভিযোগ, রাশিয়া ইচ্ছা করে ভেতর থেকে বাঁধটি উড়িয়ে দিয়েছে। পাল্টা অভিযোগ এনেছে রাশিয়া।

এই বাঁধ ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল ও ঝাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পানি সরবরাহ করে। উভয় অবস্থানই রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।