মাগুরায় গাছের চারা হাতে নিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

0
975

মতিন রহমান, মাগুরা সংবাদদাতা : মাগুরায় চন্দ্রিমা মহিলা উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এই সংগঠনটি ফেইথ ইন এ্যাকশন সংস্থার মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। সোমবার মাগুরা সদরের শত্রুজিৎপুর ইউনিয়নের খাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গাছের চারা হাতে নিয়ে শতাধিক নারী ও শিশুদের অংশগ্রহণে দিবসটি পালন করা হয়।

নারী ও শিশুদের মাঝে গাছের চারা বিতরন করেন সংগঠনের সভাপতি ইতালি চক্রবর্তী, সাধারণ সম্পাদিকা আদুরি খাতুন ও সহ- সভানেত্রী সালমা লিপি।

এসময় বায়ু দূষণে পলিথিনের ব্যবহার এবং পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা নিয়ে কথা বলেন সংগঠনের নেতারা। ফেইথ ইন এ্যাকশন সংস্থার প্রজেক্ট কো- অডিনেটর শমুয়েল সাংমা, ফিল্ড অগানাইজার এরিনা হালদার উপস্থিত ছিলেন।