নান্দাইলে অটোবাইক ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

0
351

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গত শুক্রবার দিবাগত রাত অনুমান ০৯.০০ ঘটিকার সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে নান্দাইল সরকারি পলিটেকনিক কলেজের গেইটের সামনে পাকা রাস্তার উপর অটো বাইক চালক মো: রুবেলকে (৩২) কয়েকজন অজ্ঞাত ছিনতাইকারী চাপাতি এবং চাকু দিয়া ভয়ভীতি দেখায় এবং মারপিট করিলে চালক রুবেল চিৎকার করতে থাকে। তার চিৎকারে নান্দাইল মডেল থানা পুলিশ এসআই (নি:) মোস্তাকের নেতৃত্বে পুলিশের রাত্রিকালীন টহল টিম এবং আশেপাশের স্থানীয় লোকজন অটোসহ দুইজন ছিনতাইকারীকে আটক করেন এবং অটো চালক রুবেলকে অজ্ঞান অবস্থায় উদ্ধারপূর্বক চিকিৎসার নিমিত্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

গ্রেফতারকৃত দুইজনকে জিজ্ঞাসাবাদে তাদের নাম পরিচয়সহ অন্য দুইজন পলাতক আসামীদের পরিচয়ও জানাযায়।

গ্রেফতারকৃতরা হলেন কটিয়াদি থানার হালুয়াপাড়া গ্রামের আনিফা ওরফে হানিফার পুত্র হৃদয় ওরফে সানি, ঈশ্বরগঞ্জ উপজেলার পানান গ্রামের মৃত জসিম উদ্দিনের পুত্র হাবিব (২৬)। গ্রেফতারকৃতদের হাত থেকে একটি চাপাতি ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।

এসময় কটিয়াদি থানার মানিকখালী গ্রামের সাজু মিয়ার পুত্র মকুল (৪০), ইশ্বরগঞ্জ থানার পাড়াখালবলা গ্রামের আবুল কাশেসের পুত্র মাসুদ পালিয়ে যেতে সক্ষম হয়। অতিরিক্ত পুলিশ সুপার গৌরিপুর সার্কেল মোঃ সুমন মিয়া এক প্রেস ব্রিফিংয়ে জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পলাতকদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

প্রেস ব্রিফিং কালে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুজ্জামান রাশেদ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।