কেসিসি নির্বাচন : প্রচার-প্রচারণায় কদর বেড়েছে নারী সমর্থকদের

0
160

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ আগামী ১২ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে কাঙ্খিত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন। প্রতিক বরাদ্দের পর মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা পুরোদমে মাঠে নেমে পড়েছেন। রাতদিন চালাচ্ছেন প্রচার প্রচারণা। প্রার্থীদের হয়ে নগরীর অনেক স্থানেই তাদের কর্মী সমর্থকেরা প্রচার চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের প্রচার প্রচারণায় কদর বেড়েছে নারী কর্মীদের।

দলীয় নারী কর্মীদের পাশাপাশি মাঠে নামানো হয়েছে দরিদ্র পরিবারগুলোর নারী সদস্যদের। অবশ্য বিনা পয়সায় তারা শ্রম দিচ্ছেন, তা কিন্তু নয়। প্রতিদিন তাদের দিনশেষে কাজের মজুরি বা হাজিরা দেয়া হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা। এমনও শোনা গেছে, গৃহ পরিচারিকার কাজ সাময়িকভাবে ছেড়ে দিয়ে অনেক নারীই নির্বাচনী প্রচারণায় নেমেছেন। এ কারণে অস্বস্তিতে রয়েছেন গৃহকর্ত্রীরা।

খুলনায় এখন ৩১টি ওয়ার্ডেই প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের পদচারনায় মুখরিত বিভিন্ন ওলিগলি। মেয়র পদে পাঁচ প্রার্থীর মধ্যে তালুকদার আব্দুল খালেকের বিকল্প নেই বলে মনে করছেন বিভিন্ন ওয়ার্ডবাসী। তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং অসমাপ্ত কাজের ইতি টানতে আবারও মেয়র হিসেবে তাকেই দেখতে চায়। তবে নির্বাচন বিশ্লেষকরা বলছেন, তালুকদার আব্দুল খালেক মেয়র নির্বাচিত হলেও ভোটের মাঠে ভোটারদের উপস্থিতি কম থাকলে সে ক্ষেত্রে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে।

তারা এ কথাও বলছেন, কাউন্সিলরদের ক্ষেত্রে প্রার্থীতা উন্মুক্ত থাকায় তারা ঠিকই ভোটারদের উপস্থিত করতে মরিয়া হয়ে কাজ করছেন। সব মিলিয়ে নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসার সাথে সাথে বাড়ছে উৎসাহ উদ্দিপনা।

এবারের নির্বাচনে মোট ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের মধ্যে রয়েছেন ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন পুরুষ ও ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন মহিলা। গত পাঁচ বছরের ব্যবধানে মোট ভোটার বেড়েছে ৪২ হাজার ৪২৯ জন।

খুলনা নগরবাসীর অভিভাবক হিসেবে তালুকদার আব্দুল খালেক গত ২০০৮ সালে প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন।