চলতি বছর একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে

0
77

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ১১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছর এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ।

বৃহস্পতিবার (১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৯৯ জন ঢাকার এবং ১৩ ঢাকার বাইরের। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৩৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৩৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৭৮৫ জন। মারা গেছেন ১৩ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলনে ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা গেছেন।