মুন্সীগঞ্জে চাচাতো ভাইয়ের মারধরে দশম শ্রেণির ছাত্র নিহতের অভিযোগ

0
285

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের চরাঞ্চলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের মারধরে নিহাদ ঢালী (১৮) নামে দশম শ্রেনীর ছাত্র নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল ৩১শে বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিহাদের স্বজনদের অভিযোগ পূর্বশত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে।

তথ্য সূত্রে জানা যায়, বুধবার বিকালে আনন্দপুর গ্রামের আওয়াল দেওয়ানের বাড়ির পশ্চিম পাশের জমিতে ক্রিকেট খেলার সময় নিহাদ ঢালী ও তার চাচাতো ভাই লিজন ঢালীর সাথে কথা কাটাকাটি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে লিজন ঢালী নিহাদকে কিলঘুষি মারলে নিহাদ মাটিতে লুটিয়ে পরে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক অশোক চৌধুরী জানান, ওই কিশোরকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তখন মৃত অবস্থায় ছিলো। পরে পরিবারের লোকজন হত্যাকান্ডের অভিযোগ করলে থানা পুলিশকে খবর দেওয়া হয়। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার (এসআই) মিজানুর রহমান জানান, প্রাথমিক সুরতাল হলে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবার হত্যার অভিযোগ করছে। এ বিষয়ে ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে ।

উল্লেখ্য, নিহত নিহাদ ঢালী আনন্দপুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।