মুন্সীগঞ্জে নৌ-পুলিশের মামলায় বিএনপি নেতা কারাগারে

0
275

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে অবৈধ কারেন্ট জাল তৈরি ও সংরক্ষণের দায়ে নৌ-পুলিশের করা মামলায় মুন্সীগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন আহমেদকে আটক করেছে পুলিশ। বুধবার (৩১ মে) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটকের পর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২ এর বিচারক মানিক দাস আগামীকাল বৃহস্পতিবার শুনানির জন্য দিন ধার্য করে তাকে কারাগারে পাঠান।

এ বিষয়ে আদালত পুলিশের ইনচার্জ জামাল হোসেন জানান, বিএনপি নেতা মহিউদ্দিন আহমেদ দুইটি মামলার পলাতক ছিলেন। দুপুরে তাকে আটক করে আদালতে পাঠালে বিচারক আগামীকাল বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠান।

উল্লেখ্য, গত ১১ মে মুন্সীগঞ্জ সদরে নৌ-পুলিশের অভিযানে বিএনপি নেতা মহিউদ্দিন আহমেদ এর মালিকানাধীন কারখানা থেকে তিন কোটি ১১ লাখ মিটার কারেন্ট জালসহ চায়না জাল জব্দ করা হয়। উদ্ধার এসব জালের বাজার মূল্য ১০ লাখ টাকা। অভিযানের সময় থেকে বিএনপির এই নেতা পলাতক ছিলেন।

প্রাসঙ্গিক, মহিউদ্দিন আহমেদ জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাইয়ের ভাই।