জম্মু-কাশ্মীরে সেতু থেকে বাস খাদে পড়ে ৮ জনের মৃত্যু

0
134

ভারতের পাঞ্জাবের অমৃতসর থেকে কাটরায় বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে ৭৫ জন যাত্রী নিয়ে সেতু থেকে ছিটকে পড়ে যায় একটি বাস। এতে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মঙ্গলবার সকালে অমৃতসর থেকে পর্যটকবোঝাই একটি দূরপাল্লার বাস কাটরার দিকে যাচ্ছিল। মূলত, ওই বাসে চড়ে কাটরায় বৈষ্ণোদেবী মন্দিরে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উপর দিয়ে বাসটি যখন যাচ্ছিল, তখনই ঘটে অঘটন। সেতুর উপর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি ছিটকে সেতু থেকে নীচে পড়ে। কাটরা থেকে এই দুর্ঘটনাস্থলের দূরত্ব অন্তত ১৫ কিলোমিটার।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গিয়েছে, বাসটি জাতীয় সড়কের নীচে উল্টে পড়ে গিয়েছে। তার সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। বাসের ভিতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে।

এই দুর্ঘটনায় ২০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। মৃত্রের সংখ্যা বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

সূত্র: আনন্দবাজার