নারীর রাজনৈতিক ক্ষমতায়নে অপরাজিতাদের নিয়ে রুপান্তরের মতবিনিময় সভা

0
92

পিরোজপুর প্রতিনিধি: নারীর পুরোপুরি রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে পিরোজপুরের বিভিন্ন এলাকার বর্তমান, সাবেক এবং সম্ভাব্য জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর।

শনিবার সকালে পিরোজপুর প্রেসক্লাবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে অপরাজিতা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

নেছারাবাদ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাস পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু ,বিএনপি নেতা আব্দুস সালাম বাতেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদা বারেক এবং রূপান্তর এর বরিশালের এ্যাডভোকেসী এন্ড নেটওয়ার্কি কো-অর্ডিনেটর ঝুমা কর্মকার উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, নির্বাচন কমিশন প্রতিটি রাজনৈতিক দলে নারীদের জন্য ৩০ ভাগ পদ সংরক্ষণ করার কথা বললেও কোন রাজনৈতিক দলই এর বাস্তবায়ন করছে না। তাই নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতের জন্য এটি বাস্তবায়নের জোড় দাবি জানান বক্তারা।