পুঠিয়ায় চিনি সহ মসলার দামে আগুন, দিশেহারা সাধারণ মানুষ

0
771

পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার সর্বত্র মসলা কাঁচামাল সহ কয়েকটি পণ্য সামগ্রীর মূল্য প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে কোন কোন পণ্যের দাম কেজি প্রতি ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। শনিবার উপজেলা সদর ও পুরান কাঁচাবাজারে আদার দাম দ্বিগুণ হয়েছে। জিরা প্রতি কজি ৯০০শত টাকা কাঁচা মরিচ ৮০ টাকা, পেঁয়াজ ৮০ টাকা আদা ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চিনি ১৩০ টাকা। এছাড়া গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকা, খাসি ১ হাজার টাকা, দেশি মুরগী ৪শত টাকা, সোনালী মুরগি ২৯০ টাকা, ব্রয়লার মুরগি ১৫০ টাকা বিক্রি হয়েছে।

পুঠিয়া পৌরসভার ৫নং ওয়ার্ল্ডের বাসিন্দা আবুল কাশেম বলেন, প্রতিদিন বাজার নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য বেড়েই চলছে। জরুরী ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর বাজার মনিটরিং করা প্রয়োজন। আমরা মধ্যবিত্ত গরীব মানুষের জন্য বাজারে প্রবেশ করাই যেন অসম্ভব হয়ে গেছে। কাঁঠালবাড়িয়া গ্রামের মোয়াজ্জেম হোসেন বলেন, এক সপ্তাহ ধরে অধিকাংশ কাঁচা মালের মূল্য বৃদ্ধি পেয়েছে। এতে নিম্নবিত্ত পরিবারগুলো বাজার করতে গিয়ে নাভিশ্বাস ছাড়ছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাস পিপিএ জানান, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সে ব্যাপারে প্রশাসনের পক্ষ বাজারে অভিযান চালানো হবে। যদি কেউ সিন্ডিকেট করে অসৎ উদ্দেশ্যে দাম বাড়িয়ে দেয় তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।