সুন্দরবন সংলগ্ন জনসাধারনের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

0
130

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল চরাঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের প্রয়োজনে চিকিৎসা সেবা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় দরিদ্রের চিকিৎসা সেবায় এগিয়ে আসে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক সুন্দরবন সংলগ্ন নলিয়ান, সুতারখালী,কামারখালী ও কালাবগি এলাকায় এক শতাধিক অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করেন। উক্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান অনুষ্ঠানে মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার আরাব এম শাওন, লেঃ জোবায়ের আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়া উক্ত ক্যাম্পেইনে কন্টিজেন্ট কমান্ডার সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এসময় কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ উপকূলীয় ও তৎসংলগ্ন অঞ্চলে অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা বিষয়ে স্থানীয় জেলে, মাঝি ও পেশাজীবিদের সচেতনতা বৃদ্ধিতে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

উক্ত জনসচেতনামূলক সভায় স্থানীয় প্রশাসন, বনবিভাগের প্রতিনিধি এবং স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।