প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিরামপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

0
69

এসএম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ কতৃর্ক প্রকাশ্য জনসভায় বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি এবং বঙ্গবন্ধু জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’কে হত্যার হুমকির প্রতিবাদে দিনাজপুরের বিরামপুরে উপজেলা ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মে) বিকেল ৬ টার দিকে পৌরসভা কার্যালয়ের থেকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকামোড় বঙ্গবন্ধু ম্যূারালের সামনে এসে শেষ হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা সেচ্চাসেবকলীগের আহবায়ক মেজবাউল ইসলাম মন্ডল, পৌর সেচ্চাসেবকলীগের আহবায়ক খাইরুল আলম মুকুট, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মাসুদ, কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি সোয়াইব মন্ডল প্রমুখ।