ইসরায়েলি বাহিনীর হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

0
89

অধিকৃত পশ্চিম তীরের বালাতা শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।

এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পশ্চিম তীরের নাবলুসে বালাতা ফিলিস্তিনি শরণার্থী শিবিরে রাতভর অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী। অভিযানে মুহাম্মদ আবু জায়তুন (৩২), ফাতি আবু রিজক (৩০) ও আব্দুল্লাহ আবু হামদান (২৪) নামে তিন ফিলিস্তিনি যুবক নিহত হয়।

স্থানীয় বাসিন্দারা আল জাজিরাকে জানায়, সোমবার মধ্যরাতে ইসরায়েলি সেনাবাহিনী বুলডোজার দিয়ে ক্যাম্পের প্রবেশপথ অবরোধ করে। তখন তারা ক্যাম্পের ভেতরে অ্যাম্বুলেন্স এবং সাংবাদিকদের প্রবেশ করতে বাধা দেয়।

এই অভিযানটি এ বছরের মধ্যে সবচেয়ে বড় অভিযান ছিল বলেছে স্থানীয়রা।

চলতি বছরের শুরু থেকেই ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে একের পর এক আক্রমন চালিয়েছে এবং এই মাসের শুরুর দিকে বালাটায় অভিযান চালিয়ে দুই ফিলিস্তিনিকে হত্যা করে।