পুঠিয়া উপজেলায় শিক্ষা সামগ্রী বিতরণ

0
98

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় এডিবির অর্থায়নে অসহায় মেধাবী শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী উপকরণ দেয়া হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে আনুষ্ঠানিক ভাবে তা বিতরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান জি, এম, হিরা বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ ডাঃ মনসুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমানা আফরোজ প্রমূখ।

এ সময় বিভিন্ন স্কুলের জেএসসি ও পিএসসির অসহায় মেধাবী ৩৬ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। এছাড়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে ব্রেঞ্চ, টিফিন বক্্র, স্কুল ব্যাগ, সিলিং ফ্যান, খেলার সামগ্রী ফুটবল, ভলিবল, ক্রিকেট সামগ্রী, স্যানিটারী ন্যাপকিন ও হুইল চেয়ারসহ সেলাই মেশিন রয়েছে। এডিবির অর্থায়নে মোট ১৬ লাখ ৪০ হাজার টাকার বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।