মহম্মদপুর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে সুনাম অর্জন করলেন প্রশান্ত কুমার

0
90

মতিন রহমান, মাগুরা: ক্লাস শুরু হওয়ার ঘন্টা পড়েছে। তাই শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের ক্লাস রুমে পড়াশোনায় খুব মনোযোগ। এই ঘন্টা আর পড়াশোনা শুরু হয় ১৯৬৪ সাল থেকে এই রাজপাট মাধ্যমিক বিদ্যালয়ে। মহম্মদপুর উপজেলার এই প্রাচীন বিদ্যাপিট সুনামের সঙ্গে পাঠদান করে আসছে। অনেক মেধাবী শিক্ষার্থীরা আজ এই প্রতিষ্ঠান থেকে পাস করে দেশের কল্যাণে অবদান রাখছে।

শিক্ষার্থীদের পাশাপাশি এখনকার শিক্ষকরাও সুনামের অর্জন রাখছেন। ২০২৩ সালে এবছর মাগুরা জেলা থেকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সুনাম অর্জন করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক প্রশান্ত কুমার মন্ডল। এবিষয়ে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে পুরস্কৃত করা হয়েছে। তিনি ২০১৮ সালে প্রধান শিক্ষক হিসেবে এই বিদ্যালয়ে যোগদান করেন। তার এই খবরে আনন্দিত শিক্ষক ও শিক্ষার্থীরা।

এই অর্জনের বিষয়ে প্রশান্ত কুমার সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসাথে আগামী দিনে বিদ্যালয়ের সুনাম ধরে রাখার প্রত্যয় ব্যাক্ত করে সকলের নিকট তিনি আর্শিবাদ কামনা করেন।