কালীগঞ্জে ক্যাভারভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

0
121

মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জের ফায়ার সার্ভিসের সামনে মহাসড়কে নারিশ পোল্ট্রি খাদ্যর ক্যাভারভ্যান ধাক্কায় দুলাল মুন্দিয়া গ্রামের মুজিদ বিশ্বাস(৪৮) নামের এক বাইসাইকেল আরোহী আহত হয়। শুক্রবার বিকাল ৬ টার দিকে এ ঘটনা ঘটেছে।

এব্যাপারে স্থানীয়রা প্রত্যেকদর্শিরা জানান, কালীগঞ্জ থেকে ছেড়ে আসা রুপসা বাসের ও নারিশ ক্যাভারভ্যান (ঢাকা মেট্রো – উ -১২-১৩৯৩) অতিক্রম করার সময় বাইসাইকেল আরোহী মুজিদকে ধাক্কা দেয়।
আহত মুজিদ বিশ্বাস হলেন দুলাল মুন্দিয়া গ্রামের মৃত বুধই বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান,শত বর্ষের বড়বড় কড়াই গাছের গুড়ি কেটে রাস্তার পাশে থাকার কারণে বাইসাইকেল আরোহী মুজিদ বিশ্বাস ক্যাভারভ্যানের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর পড়ে গেলে ক্যাভারভ্যান চাপায় গুরুতর আহত হয়।পরে এ খবর পেয়ে কালীগঞ্জের ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা আহত ব্যাক্তিকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ার কারণে জুরুরি বিভাগের চিকিৎসক ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়।

পরে পরিবারের স্বজনরা হাসপাতালে উপস্থিত হয়ে আহত মুজিদ বিশ্বাস কে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে গেছে বলে প্রাথমিক ভাবে জানাগেছে।

এ ব্যাপারে কালীগঞ্জ ফায়ার স্টেশন অফিসার মামুনুর রশিদ বলেন ক্যাভারভ্যানকে রুপসা পরিবহন দ্রুত গতিতে অতিক্রম করার সময় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানাগেছে। আহত বাইসাইকেল আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যশোর সদরে রিপোর্ট করলে, চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ঃ১৫ মিনিটে মৃত্যু ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ রহিম মোল্লা জানান, এখবর পেয়ে ঘটনাস্থলে ডিউটিরত পুলিশ কর্মকর্তা সহ সদস্যরা গেছে। ক্যাভারভ্যান আটক করা হয়েছে, চালক পলাতক।