রাঙ্গাবালীতে সাগরে মাছধরা নিয়ে সংঘর্ষে চারজন আহত

0
977

এম এ ইউসুফ আলী, রাঙ্গাবালী(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরহেয়ারের দক্ষিণের মায়ারচর সংলগ্ন সাগর মোহনায় মাছধরা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পুলঘাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন ওই ইউনিয়নের সেনেরহাওলা গ্রামের মনির হোসেন (৩০), ফরিদ খা (৪০), মাসুম খা (৪৮) ও জালাল খা (৩৫)। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, উপজেলার চরহেয়ারের দক্ষিণের মায়ারচর সংলগ্ন সাগর মোহনায় কন্টি জাল দিয়ে ইলিশ শিকারে আধিপত্য বিস্তার নিয়ে গত দুই-তিন ধরে স্থানীয় জলিল হাওলাদার ও ফেরদাউস মৃধার জেলেদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জেরে শুক্রবার সকালে মাছ ধরতে গিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সন্ধ্যায় পুলঘাট বাজারে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ-মীমাংসার কথা থাকলেও সন্ধ্যা ছয়টার দিকে এ সংঘর্ষ হয়।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, এ ঘটনায় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।