রুয়েটে ঈদের ছুটি শুরু আগামীকাল

0
103

রাবি প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৮ জুলাই) থেকে ০৫ আগস্ট বুধবার পর্যন্ত বন্ধ থাকবে। ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি শাখাগুলোতে বিশেষ ব্যবস্থায় কর্মকান্ড চলবে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সিনিয়র সেকশন অফিসার আ.ফ.ম মাহমুদুর রহমান দিপন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানান, ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের কোন কর্মকর্তা-কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবে না। এছাড়াও ৬ ও ৭ আগস্ট সাপ্তাহিক ছুটি থাকায় ঈদের ছুটি শেষে আগামী ৮ আগস্ট (শনিবার) থেকে সকল প্রকার প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পুনরায় চালু হবে। এদিন থেকেই সকল বিভাগের অনলাইন ক্লাসসমূহও শুরু হবে।