ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে স্কুল শিক্ষকের মৃত্যু

0
73

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার সেনুয়া ইউনিয়নে বিষাক্ত সাপের কামড়ে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে বলে জানাগেছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, শনিবার দুপুর দুইটার দিকে সেনুয়া ইউনিয়নের মকলেস মাষ্টার পাড়া ৭নং ওয়ার্ডের বাসিন্দা মৃত জব্বার খলিফার ছেলে কাচারী পুকুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলী আকবর রোপা ক্ষেতে পানি দিচ্ছিলেন। এসময় বিষাক্ত সাপের কামড়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় ভাবে তাকে ওঝার মাধ্যমে ঝাড়ফুঁক করা হয়। এতে কাজ না হলে সন্ধ্যায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন।

পরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাবার সময় সন্ধ্যা ৭টার দিকে পথেই তার মৃত্যু হয়।