মোখা সংক্রান্ত সেবা দেবে ৯৯৯

0
163

ঘূর্ণিঝড় মোখা সংক্রান্ত সেবা নিতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ শনিবার (১৩ মে) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ অনুরোধ জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে পুলিশ। মোখা সংক্রান্ত যেকোনো সেবাগ্রহণের জন্য নিকটস্থ থানা অথবা ৯৯৯-এ যোগাযোগের জন্য অনুরোধ জানানো হচ্ছে।

এদিকে, পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুম থেকেও দেওয়া হবে সেবা। বলা হয়েছে, সেবা পেতে ০১৩২০০০১৩০০, ০১৩২০০০১২৯৯ নম্বরে অথবা নিকটস্থ থানা বা পুলিশ ইউনিটে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হচ্ছে।

আবহাওয়ার ১৫ নম্বর সমুদ্র সতর্কবার্তায় বলা হয়েছে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড় মোখা। এ ছাড়া চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭০৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে অতিপ্রবল ঘূর্ণিঝড়টি।