আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরানের জামিন

0
153

আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। শুক্রবার (১২ মে) ইসলামাবাদ হাইকোর্টে শুনানি শেষে তিনি জামিন পান।

ইসলামাবাদ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে আল-কাদির ট্রাস্ট মামলার শুনানি হয়। আগের দিন সুপ্রিম কোর্ট ইমরানের গ্রেপ্তারকে বেআইনি বলে হাইকোর্টে হাজিরের আদেশ দেন।

বিচারপতি মিয়ানগুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি নিয়ে ইমরানের জামিন মঞ্জুর করেন।

ডন নিউজ টিভি বলেছে, ইমরানের আইনজীবীরা হাইকোর্টের কাছে আরও চারটি আবেদন উপস্থাপন করেন।

দুই ঘণ্টা পর ইমরানের জামিন শুনানি শুরু হয়। গণমাধ্যমগুলো বলছে, শুনানি চলাকালে আদালত চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছিল।

পিটিআই চেয়ারম্যান বেলা সাড়ে ১১টার কিছুক্ষণ পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আসেন এবং বায়োমেট্রিকস সম্পন্ন করেন। টিভিতে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশ ও রেঞ্জার কর্মকর্তারা আদালত চত্বরের বাইরে অবস্থান করছিলেন।

ভিডিও ফুটেজে আরও দেখা গেছে ইসলামাবাদ হাইকোর্ট চত্বরের বাইরে বেশ কয়েকজন আইনজীবী ইমরানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্লোগান চিচ্ছিলেন।

শুক্রবার জুমার নামাজের বিরতির পর পুনরায় শুনানি শুরু হয়। শুনানিতে আদালতকক্ষে ইমরানের সঙ্গে তার আইনজীবীরা ছিলেন। আইনজীবী খাজা হারিস যুক্তিতর্ক উপস্থাপন করেন।