ঘোড়াঘাটে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল পৌর সেচ্ছাসেবকলীগ

0
84

মো. শফিকুল ইসলাম শফি, ঘোড়াঘাট: দিনাজপুরের ঘোড়াঘাটে দরিদ্র কৃষকের পাকা ধান কেটে দিল ঘরে তুলে দিল স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৯ মে) দুপুরে পৌরসভার ৪ নং ওয়ার্ডের বালুপাড়া গ্রামে ১ বিঘা জমির বোরো ধান কেটে দিয়েছে পৌর সেচ্ছাসেবকলীগ।

পৌর সেচ্ছাসেবকলীগের সাধারন-সম্পাদক আসাদুজ্জামান শিমুলের নেতৃত্বে পৌর নেতাকর্মীরা ধান কাটায় অংশ নেয়।

ঘোড়াঘাট পৌরসভার লালবাগ এলাকায় কৃষক মোস্তফা ইসলাম বলেন, ‘আমার এক বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছিলাম। শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। মাঠে ধান নষ্ট হয়ে যাওয়ার মতো হয়েছিল। অল্প জমি এবং পারিশ্রমিক বেশি শ্রমিক পাচ্ছিলাম না।

এ খবর পেয়ে ঘোড়াঘাট পৌর সেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা আজ আমার জমির ধান কেটে দিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

পৌর সেচ্ছাসেবকলীগের সাধারণ-সম্পাদক আসাদুজ্জামান শিমুল বলেন,‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যার যার অবস্থান থেকে কৃষকদের সহায়তা করার জন্য এরই অংশ হিসেবে এবং দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপির দিকনির্দেশনায় ঘোড়াঘাট পৌর স্বেচ্ছাসেবকলী অস্বচ্ছল কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়ার কর্মসূচি গ্রহণ করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পৌর সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সিজান মন্ডল, ৪ নং ওয়ার্ড সভাপতি রিপন মিয়া সহ নেতাকর্মীরা।