সৌদি প্রসঙ্গে এবার মুখ খুললেন মেসির বাবা

0
85

মাত্র এক দিনে মেসিকে নিয়ে এত টানাটানি, জল ঘোলা এর আগে সম্ভবত কখনও হয়নি। হুট করেই খবর ছড়ায়, মেসি সৌদি আরবের ক্লাবের সঙ্গে চুক্তি সম্পন্ন করে ফেলেছেন। সেই খবরের রেশ থাকতে থাকতে ফেব্রিজিয়ো রোমানো দাবি করেন, কোনো চুক্তিই হয়নি। এত কিছুর মধ্যে মেসি ছিলেন চুপচাপ। তবে, মুখ খুললেন মেসির বাবা। জানালেন, কারও সঙ্গে কোনো চুক্তি হয়নি তার ছেলের।

গতকাল মঙ্গলবার (৯ মে) বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে ফুটবলবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকম জানায়, মৌসুম শেষে মেসি সৌদি আরবে চলে যাচ্ছেন, চুক্তি পুরোপুরি সম্পন্ন হয়েছে। ঘণ্টা না ঘুরতেই বিখ্যাত ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফেব্রিজিয়ো রোমানো টুইট করে নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেন, ‘মেসির পরিস্থিতির পরিবর্তন হয়নি। মৌসুম শেষেই সিদ্ধান্ত নেবেন তিনি কোথায় যাবেন।’

এই প্রসঙ্গে মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি কাল নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি প্রকাশ করেন। যাতে একটি বিবৃতি দেওয়া ছিল। স্প্যানিশ ভাষার সেই বিবৃতি অনুসারে গোল ডটকম তাদের প্রতিবেদনে বলে, মেসির আল-হিলালে যাওয়ার এই গুঞ্জনে বেশ চটেছেন তার বাবা।

নিজের ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘সামনের বছরের জন্য কোনো ক্লাবের সঙ্গেই কিছু হয়নি এখনও। মেসি পিএসজি ছাড়ার আগে একদমই কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। আগে মৌসুম শেষ হোক। তারপর কী করা যায় তা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেব। মেসিকে নিয়ে সবসময়ই গুজব রটে এবং অনেকে তার নাম ভাঙিয়ে চলতে চায়। কিন্তু একমাত্র সত্য, কোথাও কোনো চুক্তি হয়নি।’

মেসিকে নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তার শেষ কী এত সহজে হবে? মেসির বাবার বিবৃতির পরেও অপেক্ষা নতুন গল্পের।