কলাপাড়ায় চাল ভাজা বিক্রি করে চলছে বৃদ্ধ সোহরাব মিয়ার সংসার

0
623

মাইনুদ্দিন আল আতিক, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের বাসিন্দা ষাটোর্ধ্ব বৃদ্ধ সোহরাব মিয়া। বয়সের কারণে ভারী কাজ করতে না পারায় সংসারের খরচ জোগাতে দীর্ঘ ৫ বছর ধরে বিক্রি করছেন বাদাম, বুট ও চাল ভাজা।

তিনি কলাপাড়া পৌর শহরের বিভিন্ন সড়কে পায়ে হেঁটে এসব বিক্রি করেন‌। সকাল থেকে শুরু করে প্রায় রাত ৯ টা পর্যন্ত চলে তার বেচা-বিক্রি। এসব ক্রয় করতে নানা শ্রেণি-পেশার মানুষ ভিড় জমায় তার কাছে। শুরুতে এসবের প্যাকেট সর্বনিম্ন ৫ টাকা দরে বিক্রি করলেও বর্তমানে বিক্রি করছেন সর্বনিম্ন ১০ টাকায়। আর এতে প্রতিদিন গড়ে দুই থেক তিন হাজার টাকা বিক্রি করছেন তিনি।

চাল ভাজা খেতে আসা আরিফ, রেজা ও রুবি বলেন, ‘আমরা প্রায়ই তার কাছ থেকে বাদাম, বুট ও চাল ভাজা কিনে খাই। তবে চাল ভাজাটা বেশি মজাদার। কারণ তিনি চাল ভাজায় রসুন ও কালোজিরা মিশিয়ে দেন, এতে আলাদা একটা স্বাদ পাওয়া যায়।’

সোহরাব মিয়া বলেন, ‘ছোটবেলা থেকেই শ্রমিকের কাজ করছি। বয়সের কারণে গত কয়েক বছর ধরে ভারী কোনো কাজ করতে পারছিনা। তাই বাদাম, বুট ও চাল ভাজা বিক্রি করছি। এগুলো বিক্রির টাকায় মোটামুটিভাবে চলছে সংসার।’

এসব বিক্রি করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কোনো রকম সংসার চললেও হিমসিম খাচ্ছেন বৃদ্ধ সোহরাব মিয়া। আজ পর্যন্ত পাননি বয়স্ক ভাতা। এছাড়া ভিটেমাটি না থাকায় পরিবার নিয়ে বসবাস করছেন রাস্তার ঢালে ছোট্ট একটি ঘরে। তাই স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একটা বয়স্ক ভাতা ও মুজিব শতবর্ষের ঘর পাওয়ার জন্য আবেদন জানিয়েছেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আপনার মাধ্যমে সোহরাব মিয়ার কথা শুনলাম। সে যদি আমার কাছে আবেদন করে তাহলে যাচাই-বাছাই করে তাকে বয়স্ক ভাতা ও মুজিব শতবর্ষের ঘর দেওয়ার ব্যবস্থা করে দেবো।’