অবশেষে করোনার বৈশ্বিক জরুরি অবস্থার অবসান

0
130

করোনাভাইরাসের মহামারি সংক্রান্ত বৈশ্বিক জরুরি অবস্থার অবসান ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মহামারি শুরুর তিন বছর পর এই জরুরি অবস্থা তুলে নেওয়া হলো।

শুক্রবার (৫ মে) সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় সংস্থার মূল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন হু মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।

কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাসে মৃত্যুর হার ২০২১ সালের জানুয়ারিতে প্রতি সপ্তাহে এক লাখের বেশি ছিল। যা গত এপ্রিলে মাত্র সাড়ে তিন হাজারে নেমে এসেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, মহামারিতে অন্তত ৭০ লাখ মানুষ মারা গেছে। তবে প্রকৃত চিত্রটি প্রায় দুই কোটির কাছাকাছি। যা সরকারি অনুমানের প্রায় তিনগুণ।

তিনি আরও বলেন, গতকাল জরুরি কমিটি ১৫তম বারের মতো বৈঠকে বসেছে। তারা আমাকে সুপারিশ করেছে যেন, আমি জরুরি অবস্থার অবসান ঘোষণা করি। আমি তাদের পরামর্শ গ্রহণ করে কোভিড-১৯ পরিস্থিতিতে জারি করা জরুরি অবস্থার অবসান ঘোষণা করছি। সূত্র : বিবিসি