কিয়েভের আকাশে নিজেদের ড্রোন ভূপাতিত করলো ইউক্রেন

0
141

ইউক্রেনের রাজধানী কিয়েভের আকাশে তাদেরই একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির সশস্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ মে) রাতে ড্রোনটি ভূপাতিত করা হয় বলে ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ড জানিয়েছে।

এক বিবৃতিতে তারা জানায়, গত রাত ৮টার দিকে কিয়েভ অঞ্চলে একটি বায়রাক্তার-টিবি২ ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এর ফলে রাজধানীর আকাশসীমায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তাই ড্রোনটি ধ্বংস করা হয়েছে।

প্রযুক্তিগত ত্রুটির কারণে ড্রোনটি নিয়ন্ত্রণ হারায় বলে প্রথমিকভাবে মনে করছে কিয়েভ। এর কারণ অনুসন্ধান করা হবে বলে জানানো হয়েছে। এদিকে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রক্ষণাবেক্ষণ এবং ধ্বংসাবশেষ পড়ে যাওয়ার ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।