ভোলায় ৫ কেজি গাঁজাসহ আটক-১

0
134

ইয়ামিন হোসেন: ভোলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ কেজি গাঁজাসহ ইউসুফ নামের এক মাদক কারবারি কে আটক করেছে ইলিশা ফাঁড়ির পুলিশ। ৪ই মে দুপুরে ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা ও এ এস আই মাইনুল হাসানসহ পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা ব্যারিস্টার কাচারী নামক জায়গা থেকে আটক করেন।

আটকৃত মাদক কারবারি চট্টগ্রাম জেলার ভোজপুর এলাকার আবদুল লতিফের ছেলে।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন, আমরা মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে এবং আটকৃত মাদক কারবারি ইউসুফের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

এসময় সদর সার্কেল রিপন চন্দ্র, ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা, এ এস আই মাইনুল হাসান, রিপন উপস্থিত ছিলেন।