আবারো পুড়লো জংশন, কোটি টাকার উপরে ক্ষতির আশঙ্কা

0
259

ইয়ামিন হোসেন: নদীভাঙ্গনের রেস না যেতেই পরপর দুইবারের আগুণে নিঃস্ব জংশনের ব্যবসায়ীরা। গতরাত (৪ই মে) ইলিশা জংশন বাজারে আগুণে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এতে কোটি টাকার উপরে ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে ব্যবসায়ীরা।

ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণ করেছেন। পুলিশ ও ব্যবসায়ীরা জানান, রাত আনুমানিক আড়াইটার সময় আগুণের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুণ ছড়িয়ে পরে, খবর পেয়ে ফায়ারসার্ভিস এসে আগুণ নিয়ন্ত্রণ করেন।

ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, আমি খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছি এবং ফায়ারসার্ভিস এর সহযোগীতায় আগুণ নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে তদন্ত কমিটির মাধ্যমে ক্ষতির পুরো তথ্য জানা যাবে বলে জানিয়েছে তিনি।