ধামরাইয়ে যশোমাধব মন্দিরে ১৮ দিনব্যাপী নামযজ্ঞ উৎসব উদযাপিত

0
154

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: বিশ্ব শান্তি কল্পে ও বিশ্বের সকল প্রাণীর শান্তি, মঙ্গল কামনায় রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলার পৌর শহরের ঐতিহাসিক চারশত বছরের সুপ্রাচীন শ্রীশ্রী যশোমাধব দেবের মন্দিরে ৭৯তম শ্রীনাম সংকীর্তন, অষ্টকালীন লীলাকীর্তন ও মহোৎসব -২০২৩ হাজার হাজার ভক্তবৃন্দেন স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসব মূখর আনন্দঘন পরিবেশে শান্তিপূর্ণ ভাবে ১৮দিনব্যাপী ধর্মীয় উৎসব উদযাপিত হয়েছে।

৭৯তম শ্রীনাম সংকীর্তন উৎসব উপলক্ষে ১লা বৈশাখ -১৪৩০ শ্রীমদ্ভাগবত পাঠ শুরু হয়ে একটানা ধারাবাহিক ভাবে ১২ দিন শ্রীমদ্ভাগবত পাঠান্তে শুভ অধিবাস কীর্তন ও মঙ্গল ঘট স্হাপনের মধ্য দিয়ে ৭৯তম উৎসব এর ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন শুরু হয়েছে যা ২৯ শে এপ্রিল শনিবার পর্যন্ত চলে।

এরপর ৪ঠা বৈশাখ ১৪৩০/৩০ শে এপ্রিল রোজ রবিবার ভোর থেকে দিবারাত্রি পর্যন্ত শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠান শুরু হয় উক্ত লীলা কীর্তন অনুষ্ঠানে বিকেলে উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির মোল্লা, এ’সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শ্রী দুলাল চন্দ্র সরকার, ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক শ্রী নন্দ গোপাল সেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী অজিত কুমার চক্রবর্তী, যশোমাধব শ্রীনাম সংকীর্তন কমিটির সভাপতি শ্রী প্রাণ গোপাল পাল, সাধারণ সম্পাদক শ্রী কল্লোল সেন,কোষাধ্যক্ষ শ্রী সমীর বরন সরকার, ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল বাবু, ধামরাই পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ তোবারক হোসেন কামাল, যুবলীগ নেতা খন্দকার লিমন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ধামরাই ঐতিহাসিক সাড়ে চারশত বছরের সুপ্রাচীন শ্রীশ্রী যশোমাধব দেবের মন্দিরে ৭৯তম শ্রীনাম সংকীর্তন উৎসবের অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠানের সূর্য পূজা পালা চলাকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী বনশ্রী বিশ্বাস স্মৃতিকনা এম,এ,এল,এল,বি
এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা, ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল,ডা; শেফালী পাল সহ মন্দির ও উৎসব কমিটির কর্মকর্তাবৃন্দ,ভক্তবৃন্দ।

এ’ধর্মীয় উৎসবে নামসুধা ও অষ্টকালীন লীলাকীর্তন পালা পরিবেশন করেছেন
দেশের প্রখ্যাত কীর্তনীয়া দল সমূহ।

৫ ই বৈশাখ ১৪৩০/১লা মে রোজ সোমবার সকালে কৃষ্ণ লীলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শ্রীমন মহাপ্রভুর ভোগরাগ ও নরনারায়ণ সেবা অনুষ্ঠিত হয়।
৬ই বৈশাখ মঙ্গলবার কুঞ্জভঙ্গ ও মোহন্ত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।