আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট বাতিল করলো বিসিবি

0
116

চলতি বছরের জুনে ঘরের মাঠে আফগানিস্তানের সঙ্গে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা বাংলাদেশের। কিন্তু সিরিজ থেকে একটি টেস্ট বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (৩০ এপ্রিল) গণধ্যমকে এমন তথ্যই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, আমরা ওই সিরিজে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবো। শুরুতে দুটি টেস্ট হওয়ার কথা ছিলো। কিন্তু বিশ্বকাপের আগে ঠাসা সূচি থাকায় একটি টেস্ট বাদ দিয়েছি। বাদ পড়া টেস্টটি পরে অন্য কোনো সময় খেলবো। কিন্তু আপাতত একটি টেস্টই হচ্ছে।

জালাল ইউনুস জানান, বিশ্বকাপ নিয়ে তাদের পরিকল্পনার কথা। বিশ্বকাপের সূচি ঘোষণা হলে তারা দেশের বাইরে ১০ দিনের স্কিল ক্যাম্প করতে চান। সেটা হতে পারে বেঙ্গালুরু অথবা সংযুক্ত আরব আমিরাতে। যদিও সেটি এখনো আলোচনার টেবিলে।

তিনি বলেন, ভারত আয়োজক হওয়ায় তাদের সঙ্গে আলোচনা করেই আইসিসি সূচি নির্ধারণ খরবে। তখনই জানতে পারবো কোন ভেন্যুতে আমাদের খেলা। তার পর প্রস্তুতি নিয়ে পরিকল্পনা।