কুষ্টিয়ায় মহান মে দিবস পালিত

0
154

কুষ্টিয়া প্রতিনিধি:‘‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি র্স্মাট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে, শ্রমিক সংগঠন ও প্রশাসনের কর্মকর্তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।

সোমবার (০১মে) সকাল ৯টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর এবং শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে কালেক্টরেট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শহররে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জলো শিল্পকলা একাডেমি চত্বরে সকলে মিলিত হয়। পরে দিবসটি উদযাপন উপলক্ষে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলকি শ্রম দপ্তররে উপ-পরিচালক জহিরুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।