ফুলবাড়ীতে মহান মে দিবস পালিত

0
125

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভাসহ নানা কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্তর থেকে একটি র‌্যালী বের হয়, র‌্যালীটি উপজেলা চত্তরসহ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে এসে শেষ হয়।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার ভূমি মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালী ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অপরদিকে উপজেলার দোকান কর্মচারী ইউনিয়ন, মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন, ট্রাক ট্যাংলড়ি শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন গুলো পৃথক পৃথক ভাবে র‌্যালী আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসুচি পালন করেছে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে।