ফুলবাড়ীতে সাংবাদিক কৈলাস গুপ্তের জন্মবার্ষিকী পালিত

0
116

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সাংবাদিক কৈলাশ প্রসাদ গুপ্তের জন্মবার্ষিকী পালিত। অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা ও সাপ্তাহিক ফুলবাড়ী বার্তার প্রতিষ্ঠাতা সিনিয়র সাংবাদিক কৈলাস প্রসাদ গুপ্তের ৬০তম জন্মবার্ষিকী পালিত হয়।

গত ৩০ এপ্রিল (রবিবার) সন্ধ্যায় স্থানীয় ক্যাফে অর্কিডে ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাব এই জন্মদিনের আয়োজন করে। সাংবাদিক কৈলাস গুপ্তের জন্মদিনে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক আফজাল হোসেন, ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি লিমন হায়দার, ফুলবাড়ী সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি তাজমিলুর রহমান নয়ন, থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কোয়াসিম সিদ্দিকী জনি, মাইটিভি ফুলবাড়ী প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউজ্জামান হিলোল, থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আল আমিন বিন আমজাদ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, একইদিন সাংবাদিক কৈলাশ গুপ্ত ফুলবাড়ীর ঐতিহ্যবাহী রাজারামপুর উচ্চ বিদ্যালয় হতে সিনিয়র শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কেটে তার জন্মবার্ষিকী পালন করা হয়।