ভাটারা ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

0
144

তৌকির আহাম্মেদ হাসু: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নে বৃহস্পতিবার সকালে উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।বৃহস্পতিবার(২৭ এপ্রিল) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ২০২৩-২০২৪ ইং অর্থবছরের উন্মুক্ত বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষনা করেন ভাটারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও দুই দুইবারের সুযোগ্য ইউপি চেয়ারম্যান গরিব অসহায় মানুষের বন্ধু বোরহান উদ্দিন বাদল।

তিনি আগামী অর্থ বছরের জন্য মোট ৪ কোটি ১৩ লাখ ২৫ হাজার ২ শত ৪৮ টাকা আয়,৩ কোটি ৪৫ লাখ ২৩ হাজার ৮ শত ৩২ টাকা ব্যয় দেখিয়ে এ বাজেট ঘোষনা করেন।এ সময় ভাটারা ইউনিয়নের সচিব মফিজ দুলাল, ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান দুলাল,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান,ভাটারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি সদস্য হিল্লুর মেম্বার,৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ফরহাদ হোসেন,ইউপি সদস্য আনিছুর রহমান আনিছ, ইউপি সদস্য মহিলা শেফালী বেগম,আছিয়া বেগম,ইউপি সদস্য,মহিলা সদস্য ও আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপিস্থিত ছিলেন।

এ ব্যাপারে ভাটারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও দুই দুইবারের সুযোগ্য ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল বলেন, ভাটারা ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা অনেক গুরুত্বপূর্ণ।এ কারণে প্রান্তিক জণগণের অংশগ্রহণে উন্মুক্তভাবে এই বাজেট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।