ঈশ্বরগঞ্জে নিম্নআয়ের মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

0
175

মো: ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে রাহে জান্নাত সমাজ কল‍্যাণ যুব সংগঠন।

শুক্রবার (২১ এপ্রিল) সকাল ১০ টায় ঈশ্বরগঞ্জের বাগবেড় গ্রামে আলহাজ্ব মৌলভী মো. ফজলুর রহমান মাষ্টারের বাড়ির সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল- সেমাই, চিনি, চাল, তেল, আলু, পেঁয়াজ, রসুন দুধ ও সাবান।

রাহে জান্নাত সমাজ কল‍্যাণ যুব সংগঠনের সভাপতি মোহাম্মদ ফয়সাল আহমাদ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সভাপতি মো.নূরুল্লাহ নূরী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সহ. সম্পাদক শাহরিয়ার আলম তুহিন, অর্থ সম্পাদক নাজমুল হাসান কানন, সিনিয়র সদস্য হাসিবুল হক্ব সানিম, হামিম, মাছুম, ইমরান মামুন প্রমুখ।

ঈদ সামগ্রী বিতরণকালে রাহে জান্নাত সমাজ কল‍্যাণ যুব সংগঠনের মাহফুজুর রহমান তাসিন বলেন, আমাদের সামর্থ্য সীমাবদ্ধ। কিন্তু দেশের দুঃস্থ, অসহায় মানুষের সংখ্যা কম নয়। আমরা চাই দেশের সব পিছিয়ে পরা মানুষরাও সচ্ছল হোক, স্বাবলম্বী হোক, আত্মকর্মী হোক। সংগঠনটির লক্ষ্য হলো একজন এগিয়ে থাকা ব্যক্তির সাহায্য পেয়ে পিছিয়ে পরা একজন ব্যক্তিকে সামনের কাতারে নিয়ে আসার চেষ্টা করা। একসঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যেতে ভূমিকা রাখা। আমরা সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য।