শ্রীনগরে আমে ঢাকা পড়ছে গাছ

0
209

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে আমে ঢাকা পড়ছে গাছ। স্থানীয়দের বসতবাড়ি ও বাগান বাড়ির দিকে তাকালেই গাছভর্তি থোকায় থোকায় আমের সমারোহ। নানা জাতের দেশীজাতের আম দৃষ্টি কাড়ছে। ছড়ায় ছড়ায় গুঁটি আম বড় হচ্ছে। আমের ভাড়ে ডালপালা নুয়ে পড়ছে নিচের দিকে। এ দৃশ্য বিমোহিত করার পাশাপাশি প্রচন্ড তাপদাহ মধু মাসের আগমী বার্তা নিয়ে আসছে।

দেখা গেছে, বিভিন্ন রাস্তাঘাট ও বসতবাড়ির উঠোনে আমে ঠাসা অসংখ্য গাছের উপস্থিতি। এখন কাঁচা আমের ভরা মৌসুম।

স্থানীয় হাটবাজারে এসব কাঁচা আমের কেজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা। এ অঞ্চলে প্রায় বাড়িতেই নারীরা আমের আঁচার ও মুরব্বা তৈরী করছেন। জানা গেছে, বিক্রমপুর বাসীর অতিথি আপ্পায়নে খাবারের তালিকায় যুগযুগ ধরে স্থান পাচ্ছে কাঁচা আমের আঁচার ও মুরব্বার। স্থানীয়রা জানান, এরই মধ্যে গাছের কাঁচা আম পরিপক্ক হচ্ছে। তবে অতি খরা ও তাপদাহের ফলে গুটি আম শুকিয়ে ঝড়ে পড়তে লাগছে। বছরের এ সময় গ্রামীন আঁচার প্রস্তুতে কাঁচা আমের কদর বাড়ে। এতে স্থানীয় হাট বাজারে কাঁচা আমের বেচাকেনা হচ্ছে চড়াদামে।

স্থানীয় কৃষি অফিস সূত্র জানায়, পোকা মাকরের আক্রমণ থেকে রক্ষা পেতে মুকুলে আমের গুটি আসার পরেই গাছে দুই বার ছত্রানাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে। এতে আমের গুটি ঝড়ে পড়া বন্ধের পাশাপাশি আমে পোকার আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এতে আমের আশানুরূপ ফলন পাওয়া যায়।