খালিশপুরে যৌন নিপীড়ন ও বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

0
71

খুলনা প্রতিনিধিঃ- খুলনা মহানগরীর খালিশপুর থানার জয়ন্তী খ্রিস্টান পাড়ায় মদ্যপান অবস্থায় মুন্নি বিশ্বাসের উপর যৌন নিপীড়ন, বাড়িতে হামলা, ভাংচুরসহ পাশাবিক নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নগরীর বৈকালী মোড়ে নির্যাতিত পরিবারের পক্ষে খালিশপুর বাসীর আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

গসপেল মুভমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জে বি মুন্না’র সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, খালিশপুর থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও থানা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমীর কুমার সরকার।

এছাড়াও বক্তব্য রাখেন, মহানগরীর ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাজী এনায়েত আলী আলো, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোল্লা হায়দার আলী, ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ আসলাম, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওসমান, মোঃ কামরুল হাসান প্রিন্স, খালিশপুর থানা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সভাপতি ও যুবলীগ নেতা বিপ্লব ধর তত্বী, আমিত কুমার, জয়ন্তী প্রতিশুতি পাড়ার প্রতিনিধি জোয়াকিম, লিটন, প্রদিপ, সুশান্ত, বেজ্ঞামীন কুন্ডসহ সামাজিক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনে উপস্থিত অনেকের হাতে “নারী কোন ভোগ্যপন্য নয়”, “বয়কট দ্যা রেপিস্ট”, ও “ধর্ষক নিপীড়কদের সামাজিকভাবে বয়কট কর” এধরনের বিভিন্ন প্ল্যাকার্ড ছিল। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে গ্রেপ্তারকৃত আসামী প্রিন্স মন্ডলসহ তার সন্ত্রাসী বাহিনীকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান বক্তারা।

জানাযায়, বৈকালী জংশন ক্রসরোড জয়ন্তী খ্রিস্টানপল্লী’র মধ্যে রাস্তা সম্প্রসারণের বিষয়ে কথা বলার জন্য আসামীরা গত ০৯ই এপ্রিল রাতে মোঃ রাজু’র বাড়িতে যায়। সেখানে তার স্ত্রী মুন্নি বিশ্বাসের উপর যৌন নিপীড়ন, বাড়িতে হামলা, ভাংচুরসহ পাশাবিক নির্যাতনের ঘটনা ঘটায়। এঘটনায় ১০ই এপ্রিল ভুক্তভোগী মুন্নি বিশ্বাস বাদী হয়ে ১নং আসামী বৈকালী জংশন ক্রসরোড জয়ন্তী খ্রিস্টান পাড়া’র লরেন্স মন্ডলের ছেলে প্রিন্স মন্ডলসহ ৯ জনের নাম ও ৩/৪ জন অজ্ঞাত উল্লেখ করে খালিশপুর থানায় এজহার দায়ের করেন। এজহারে অন্য আসামিরা হলেন, বৈকালী জংশন ক্রসরোড জয়ন্তী খ্রিস্টান পাড়া’র মৃত নিরাঞ্জন হালদারের ছেলে ডানিয়েল হালদার, দুলাল সরদারের ছেলে রবিন সরদার, মৃত ডেভিড রয় শ্যামের ছেলে ইস্তেফান রয় বাবু, নরেন বৈরাগী’র ছেলে মশি বৈরাগী, মৃত ভদ্র মন্ডলের ছেলে উত্তম মন্ডল, মৃত জতীস গোয়ালের ছেলে শিবু, ইস্তেফান রয় বাবুর স্ত্রী রজনী ও বয়রা বকুলতলা জ্রেবরিয়ান হাউজের কালিপদ মন্ডলের ছেলে সঞ্জয়।

এদিকে, এজহারে সেন্ট মেরিস কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সহ-সভাপতি উত্তম মন্ডল আসামী হওয়ায় বিষয়টি ধামাচাপা দিতে ইউনিয়নের সভাপতি ফ্রান্সিস দাশ আসামীর পক্ষ নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ শুরু করেছেন।