শ্রীলঙ্কা সফরে ১৬ সদস্যের নারী দল ঘোষণা

0
381

শ্রীলঙ্কা সফরে নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে ১৬ সদস্যের নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

দল থেকে বাদ পরেছেন সালমা খাতুন। তবে দলে ফিরেছেন ফারজানা হক পিংকি, জাহানারা আলম, রাবেয়া ও দিশা বিশ্বাস।

দলের অন্য সমদস্যরা হলেন শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, সানজিদা আক্তার, সোবহানা মুস্তারি, লতা মন্ডল, নাহিদা আক্তার, স্বর্ণা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন ও ঋতু মনি।

২৯ এপ্রিল প্রথম ওয়ানডে ম্যাচ। ২ ও ৪ মে বাকি দুইটি। এরপর ৯, ১১ ও ১২ মে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।