বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির দের মাঝে ভেড়া ও ভেড়ার গৃহ নির্মান উপকরণ বিতরণ

0
162

হিলি প্রতিনিধি:দিনাজপুরের বিরামপুর উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ- গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে ভেড়া ও ভেড়ার গৃহ নির্মান উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ শনিবার বেলা ১১ টায় বিরামপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে প্রাণিসস্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ২শ ৮৪ টি পরিবারের কাছে ভেড়া ও ভেড়ার গৃহ নির্মান উপকরণ বিতরণ করেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ও উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা চেয়ারম্যান খাইরুল আলম রাজু, পৌর মেয়র আক্কাস আলী, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, বিরামপুর প্রাণিসস্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী, বিমারপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন সহ অনেকে।