সাড়ে ১৬ লাখ টন ধান-চাল কিনবে সরকার

0
147

চলতি বোরো মৌসুমে দেশের প্রান্তিক কৃষকদের কাছ থেকে সাড়ে ১৬ লাখ টন ধান ও চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কেজি বোরো ধান সংগ্রহের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা এবং সিদ্ধ চাল কেনা হবে কেজিপ্রতি ৪৪ টাকা দরে।

আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, মন্ত্রিপরিষদের সচিব মো. মাহবুব হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।