ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর ইন্তেকালে বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ ছাত্রমিশনের শোক

0
116

গণস্বাস্থ্য ট্রাস্ট প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের কিংবদন্তী ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, মহাসচিব লায়ন ফারুক রহমান, ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, মাহবুবুর রহমান খালেদ।

আজ (বুধবার) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন ডাঃ জাফরুল্লাহ ছিলেন একজন মানবতাবাদী সংগ্রামী চিকিৎসক ও সমাজসেবক। অসহায় গরীব মানুষের শিক্ষা স্বাস্থ্য সুরক্ষায় অসংখ্য দাতব্য প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার ইন্তেকালে লেবার পার্টি গভীর ভাবে শোকাহত। মহান আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন।

বাংলাদেশ ছাত্রমিশন গণস্বাস্থ্য ট্রাস্ট প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোঃ মিলন, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সভাপতি মোঃ শুভ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক কবি ইকবাল মাহমুদ।

নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকার্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।