কালীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

0
156

মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় টিপু লস্কর নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, শ্রীরামপুর গ্রামে লতা লস্করের ছেলে টিপু লস্কার বলিদাপাড়া এলাকা থেকে মোটরসাইকেলে শহরের দিকে সন্ধ্যার দিকে যাচ্ছিলেন।

বৈশাখী তেলপাম্প এলাকা পৌঁছালে ঝিনাইদহগামী একটি ট্রাক ধাক্কা দিলে টিপু রাস্তার উপর পড়ে গেলে তাকে চাপা দেয় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী রাস্তার উপর পড়ে আছে এমন খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।