রূপগঞ্জে দুই হাজার নারী-পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ

0
137

লিখন রাজ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)এমপির পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য আনছর আলীর অর্থায়নে দুই হাজার নারী -পুরুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১-ই এপ্রিল) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ইছাপুরা মোস্তফা মঞ্জিলে এসব ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরনকালে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া,রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামিলীগের সিনিয়র সহ-সভাপতি মোমেন মিয়া,সহ-সভাপতি ফারুক মিয়া,২ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন, নবী হোসেন,১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুরাদ হাছান,আবু তাহের, যুবলীগ নেতা আনোয়ার হোসেন লিমন, সাইফুল ইসলাম মামুন,ফরিদ ভূঁইয়া প্রমুখ।