মিয়ানমারে বিদ্রোহীদের অনুষ্ঠানে সেনাদের হামলায় নিহত ৫৩

0
174

মিয়ানমারের সামরিক শাসনের বিরোধীদের এক অনুষ্ঠানে সেনাদের বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ এপ্রিল) দেশটির সাগাইং অঞ্চলে এই হামলা চালায় সেনারা।

ধারণা করা হচ্ছে, সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর এটি সবচেয়ে নৃশংস হামলা। হামলায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

উল্লেখ্য, ২০২১ সালে অং সান সু চির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। অভ্যুত্থানের বিরোধিতায় রাস্তা নেমে আসেন দেশটির সাধারণ মানুষ। এরপর থেকেই দেশটির সেনাবাহিনীর দমনপীড়ন চলছে।

জাতিসংঘের তথ্যমতে, মিয়ানমার জান্তা সরকারের হাতে এ পর্যন্ত অন্তত দেড় হাজারের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে। আটক হয়েছেন ১২ হাজার মানুষ। বন্দিদশায় মারা গেছেন অন্তত ২৯০ জন।