আগামী নির্বাচনে প্রার্থী হবেন জো বাইডেন

0
136

আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রার্থী হবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেন এ কথা বলেন।

সাক্ষাৎকারে বাইডেন জানান, আনুষ্ঠানিক ঘোষণা দিতে সময় নেবেন তিনি। যদিও হোয়াইট হাউজের শীর্ষ উপদেষ্টারা বাইডেনের পুনর্নির্বাচনের প্রচারণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

প্রেসিডেন্ট বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস উভয়ই বলেছেন যে তারা একসঙ্গে লড়াই করবেন।

বাইডেন ছাড়াও ডেমোক্রেটিক দলের হয়ে ২০২৪ সালের নির্বাচনে লড়তে চান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও রবার্ট কেনেডি জুনিয়র।

এরই মধ্যে রবার্ট কেনেডি জুনিয়রসহ অনেকেই ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তবে তাদের মধ্যে কেউ কেউ বলছেন যে, প্রেসিডেন্ট বাইডেন প্রার্থী হলে তারা সরে দাঁড়াবেন।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে, একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে আট বছর দেশের প্রেসিডেন্ট থাকতে পারবেন।

উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বরের নির্বাচনে জিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন জো বাইডেন। এই জয়ের মাধ্যমে সবচেয়ে বেশি বয়সে দেশের প্রেসিডেন্ট হওয়ার রেকর্ড করেন তিনি। জো বাইডেনের বয়স এখন ৭৮ বছর।