গাইবান্ধায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

0
198

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধায় হেরোইন বিক্রির দায়ে আব্দুল মালেক (৩৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে গাইবান্ধা অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মুনতাসির আহমেদ আসামির উপস্থিতিতে এ রায় দেন।দণ্ডপ্রাপ্ত আব্দুল মালেক গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ ধানঘড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফারুক আহমেদ প্রিন্স জানান, ২০২১ সালের ১৭ মার্চ রাত সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার সুন্দরজাহান মোড় এলাকায় হেরোইন বিক্রির সময় আব্দুল মালেককে পুলিশ গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে পলিথিনে ২৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা। এ ঘটনায় পরদিন গাইবান্ধা সদর থানা পুলিশের সহকারী পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ এই রায় প্রদান করেন। মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন জাহাঙ্গীর হোসেন।