নতুন হুইল চেয়ারে বসে কাঁদলেন প্রতিবন্ধী মনির!

0
105

ইয়ামিন হোসেন: একটি হুইল চেয়ারের আকুতি প্রতিবন্ধী মনিরের এই শিরোনামে দৈনিক ভোলার বাণীতে গত ২রা রমজান একটি সংবাদের পর তিন মানবিক মানুষের সহযোগীতায় নতুন হুইল চেয়ার পেয়ে আবেগআপ্লুত হয়ে কাঁদলেন মনির।

৯ই এপ্রিল দুপুরে মানবিক পুলিশ পরিদর্শক শেখ ফরিদ, সবুজ গাজী ও খালেক মাহমুদ সুজনের সহযোগীতায় ভোলা সদরের সরকারী স্কুল মাঠে প্রতিবন্ধী মনিরকে নতুন হুইল চেয়ার তুলে দিয়েছন স্বেচ্ছাসেবী সংগঠক ইয়ামিন হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইলিশা সমাজ কল্যান স্বেচ্ছাসেবী সংগঠনের সহ সভাপতি ইকবাল হোসেন রাজু, যুগ্ম সম্পাদক কবির মাল, মোঃ আলীপ্রমুখ।