পহেলা বৈশাখ

0
349

পহেলা বৈশাখ
সুদীপ চন্দ্র হালদার

পহেলা বৈশাখ,
বাঙালি ঐতিহ্যের স্মারক, আমার সংস্কৃতি তুমি,
পহেলা বৈশাখ,
মলিনতা কালিমা ধুয়ে নতুনের বিজয় কেতন তুমি,
পহেলা বৈশাখ,
ঢাকুরিয়া-ঢাকার লোকারণ্যময় মঙ্গল শোভাযাত্রা তুমি,
পহেলা বৈশাখ,
সুন্দর সুস্মিত কল্যাণ সম্ভাবিত ভবিষ্যৎ তুমি।

পহেলা বৈশাখ,
কালীঘাট-দক্ষিণেশ্বরে উপচে পড়া ভিড়ের মহোৎসব তুমি,
পহেলা বৈশাখ,
রমনা বটমূলে বিশ্বকবির গানে বর্ষবরন তুমি,
পহেলা বৈশাখ,
আদিবাসীর বৈসাবি-বিজু আর জলোৎসব তুমি,
পহেলা বৈশাখ,
পাঞ্জাবিদের অতি আনন্দঘন ভৈশাখী তুমি।

পহেলা বৈশাখ,
চৈত্র সেল অন্তে মহাধুমধামের হালখাতা তুমি,
পহেলা বৈশাখ,
জারি-সারি-কীর্তন-যাত্রাপালাতে মুখরিত বাংলা তুমি,
পহেলা বৈশাখ,
গর্জনে গর্জনে বিজলী চমকিয়ে কালবৈশাখীর আগমনী তুমি,
পহেলা বৈশাখ,
উত্তপ্ত পৃথিবীতে নব জলধারার স্নিগ্ধতা তুমি।

পহেলা বৈশাখ,
মাটির গন্ধময় গ্রামীণ মেলার বিশুদ্ধ আনন্দ তুমি,
পহেলা বৈশাখ,
সুগন্ধি তেল-ফিতা দিয়ে কৃষকবধূর বাঁধা খোঁপা তুমি,
পহেলা বৈশাখ,
স্নো-পাউডার-সিঁদুর কিনে নাগরের সাথে ঘরে ফেরা তুমি,
পহেলা বৈশাখ,
সার্কাস-নাগরদোলা-পুতুলের নাচে শিশুর আনন্দ তুমি।

পহেলা বৈশাখ,
মহাসমারোহে তরুন-তরুনীর পান্তা-ইলিশের আয়োজন তুমি,
পহেলা বৈশাখ,
ফুলের টিকলি-দুল-ব্রেসলেট পরে অষ্টাদশীর বিহবলতা তুমি,
পহেলা বৈশাখ,
অভিমানী পাগলীর লালপেড়ে শাড়ীতে আলতা রাঙা পা তুমি,
পহেলা বৈশাখ,
পতিব্রতার পুরাতন গ্লানি ভুলে নতুন বছর ভালকাটার প্রার্থনা তুমি।